ত্রিপুরায় রাজনৈতিক পালাবদলের তিন বছর পূর্ণ, আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী বিপ্লব, রাজ্যবাসীকে অভিনন্দন সাংসদ প্রতিমার
03/03/2021
আগরতলা, ৩ মার্চ (হি.স.) : ত্রিপুরায় রাজনৈতিক পালা বদলের তিন বছর পূর্ণ হল। আজকের দিনেই ২০১৮ সালে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ আবেগে ভাসলেন ত্রিপুরায় বিজেপি-র জয়ে অন্যতম কাণ্ডারি বিপ্লবকুমার দেব। একইভাবে স্মৃতি মনে করে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক।
আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০১৮ সালের ৩ মার্চের জয়োল্লাসের ছবি পোস্ট দিয়ে বলেন, সহকর্মী এবং বরিষ্ঠ নেতাদের ক্রমাগত সহায়তা এবং দিগনির্দেশনায় ত্রিপুরার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম করে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে দুর্দান্ত জয়ের তিন বছরের মাথায় আমি ত্রিপুরায় আমাদের দলের বিজয় নিশ্চিত করার জন্য একনিষ্ঠ কার্যকর্তাদের শ্রদ্ধার সাথে প্রণাম জানাই।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, আজ পরিবর্তনের তিন বছর। সমস্ত রাজ্যবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাঁর মতে, আজ হল রাজ্যের মানুষের স্বাধীনতার তিন বছর। উন্নয়নের তিন বছর। শুধু তাই নয়, রাজ্যে গণতন্ত্রের সফল তিন বছর। এখানেই থেমে না থেকে তাঁর আরও দাবি, আজ সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক অধিকার প্রতিষ্ঠার তিন বছর। স্বাধীন মতপ্রকাশের অধিকার প্রাপ্তির তিন বছর। তিনি দৃঢ়তার সাথে বলেন, মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে এবং রাজ্যের মানুষের বিশ্বাসে উজ্জীবিত ত্রিপুরা সরকার প্রত্যাশা পূরণের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলছে।
হিন্দুস্থান সমাচার / সন্দীপ / সমীপ