खेल

Blog single photo

বিরাটের মুকুটে নতুন পালক, শুভেচ্ছা জানাল আইসিসি-বিসিসিআই

02/03/2021


নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) :  ইনস্টাগ্রাম অ্যাকাউণ্টে ১০০ মিলিয়ন ফলোয়ারের ক্লাবে ঢুকে নয়া নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন কোহলি । ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ১০০ মিলিয়ন ছুঁল। ব্যাট হাতে একের পর এক রেকর্ড করে চলেছেন কোহলি। ২২ গজের বাইরেও এক নয়া এবং অভিনব নজিরে ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানাল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। 

ক্রিকেট মাঠের বাইরে বিরাটের এই শতরানে উচ্ছ্বসিত সকলে। কোহলি ১০০ মিলিয়ন ক্লাবের সদস্য হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে। যে সব সেলিব্রিটির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন, তাঁদের ছবি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত সেই ছবিতে। প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ায় ভারত অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও ।

ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে এই ধরনের নজির গড়ে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের মত বিশ্বখ্যাত ফুটবলারদের ফলোয়ারের গণ্ডি স্পর্শ করলেন কোহলি। ইনস্টাগ্রামে এশিয়া-প্যাসিফিক এলাকা থেকে একমাত্র বিরাট কোহলির ইনস্টা অ্যাকাউন্টই ১০০ মিলিয়ন ফলোয়ার স্পর্শ করল। ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর ইনস্টা ফলোয়ার সংখ্যা ২৬৫ মিলিয়ন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন লিওনেল মেসি আর নেইমার। 

-হিন্দুস্থান সমাচার/ কাকলি

 


 
Top