खेल

Blog single photo

ব্রাজিলে করোনা-টিকা নিলেন পেলে, সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান

03/03/2021

ব্রাসিলিয়া, ৩ মার্চ (হি.স.): মারণ করোনাভাইরাসের টিকা নিলেন কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে। ভ্যাকসিন নেওয়ার পর সকলকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেনা পেলে। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে পেলে লিখেছেন, "অবিস্মরণীয় দিন-আমি টিকা নিলাম! অতিমারি এখনও শেষ হয়নি। অনুগ্রহ করে নিজেদের হাত ধোবেন এবং সম্ভব হলে বাড়িতেই থাকুন।" পেলে আরও জানান, "বাড়ির বাইরে মাস্ক পরতে ভুলবেন না এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলবেন।"
উল্লেখ্য, ব্রাজিলে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত থামছেই না। মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে ২.৫৭ লক্ষেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৫৬২-তে পৌঁছেছে। সংক্রমণও দ্রুততার সঙ্গে বাড়ছে ব্রাজিলে। মহামারীর শুরু থেকে এযাবৎ ব্রাজিলে ১০,৬৪৭,৮৪৫ জন করোনা-আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯,৫২৭,১৭৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৩ হাজার ১১০ জন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top