রামবান, ১০ অক্টোবর (হি.স.) : শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দুর্ঘটনা ঘটে। সেরি এলাকায় ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে । আহত আরও দুজন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়কে যান চলাচলের সময় দু’টি গাড়ি পরস্পরের মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য