নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। ডমিনিকার সর্বোচ্চ জাতীয় সম্মান উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। গায়ানার জর্জটাউনে এই বিশেষ পুরস্কারটি মোদীর হাতে তুলে দেন ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি ব
জর্জটাউন, ২১ নভেম্বর (হি.স.): গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার 'দ্য অর্ডার অফ এক্সিলেন্স'-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সি
আলিগড়, ২১ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আলিগড়ে ট্রাক ও ডাবল ডেকার বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আলিগড়ের টাপ্পাল থানা এলাকায়। সিও খাইর বরুণ কুমার জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): গ্রাম বাংলায় ভোরে ও রাতের দিকে শীতের পরশ, কুয়াশাচ্ছন্নও থাকছে বেশ কিছু জেলা। মহানগরীতেও ভোরে ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে, তবে বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। আগামী কিছু দিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান খারাপ থেকে অতি খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দিল্লিবাসী। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে জাতীয় রাজধানীতে বায়ুদূষণের মাত্রা কিছুটা উন্নত
Enter your Email Address to subscribe to our newsletters
युगवार्ता
नवोत्थान
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): দেশের প্রসিদ্ধ পাবলিক ব্রডকাস্টার দূরদর্শন ডিজিটাল স্ট্রিমিং পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম ক্ষেত্রে প্রবেশ করেছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বুধবার সন্ধ্যায় গোয়ায় ৫৫-তম
মালকানগিরি, ২১ নভেম্বর (হি.স.): ওডিশার মালকানগিরি জেলায় ওডিশা-ছত্তিশগড় সীমানায় এনকাউন্টারে নিহত হয়েছে এক মাওবাদী। গুলির লড়াইয়ে আহত হন একজন জওয়ান, তিনি এখন বিপদমুক্ত। ওডিশা পুলিশ জানিয়েছে, ওডিশার মালাকানগিরি জেলায় ওডিশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বা
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): নিযুক্ত হয়েছিলেন গত সোমবার, আর বৃহস্পতিবার ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (ক্যাগ) হিসাবে শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে ১৯৮৯ ব
Never miss a thing & stay updated with all the latest news around the world!
468.9k
14.1k
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): নিউটাউনের আনন্দপল্লি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): আজ: ৫ অগ্রহায়ন ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, ইংরেজী: ২১ নভেম্বর ২০২৪, ৫৩৮ চৈতনাব্দ, কলি: ৫১২৫, সৌর: ৬ অগ্রহায়ন, চান্দ্র: ২১ কেশব মাস, ১৯৪৬ শকাব্দ /২০৮১ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ৬ অগ্রহায়ন ১৪৩১, ভারতীয় সিভিল
পোকসো বলে অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড কোকরাঝাড় জেলা আদালতের
'করিমগঞ্জ' জেলাকে 'শ্ৰীভূমি' নামে বদল করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত এবিভিপির
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : পূর্ব ঘোষণা না হওয়া পর্যন্ত কলকাতা ও ঢাকা, বাংলাদেশ এর মধ্যে যাতায়াতকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস এর চলাচল বন্ধ থাকছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এর দফতরের
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.): থ্রেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৫ জন ছাত্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ তাদের সকলেই। বুধবার এই মামলার শুনানি ছিল। খারিজ হয়ে যায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এর ফলে
কলকাতা, ২০ নভেম্বর(হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এসেছে রাজ্যের সরকার, বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
হুগলি, ২০ নভেম্বর(হি.স.): দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ার কারণে দীর্ঘদিন এই দুটি রেলপথের সংযুক্তি সম্ভব হয়নি। তবে সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর, দুটি আলাদা রেলপথকে সংযুক্ত
লন্ডন, ২১ নভেম্বর (হি.স.): ক্রিকেট মাঠের তুখোড় অলরাউন্ডার তিনি। মাঠেও বাইরে থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও সমান গোছালো ইংলিশ ক্রিকেটার মঈন আলী। ইংল্যান্ডের ক্রিকেটের অসামান্য অবদান রাখার জন্য এবার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মঈন। তাকে এই সম্মান
নিওঁয়ে, ২১ নভেম্বর (হি.স.): বুখারেস্টে গত শুক্রবার নেশন্স লিগের ‘সি’ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রোমানিয়া ও কসোভো। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের লড়াই। কিন্তু শেষ মুহূর্তে রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই মাঠ ছেড
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : ইডেনে গার্ডেন্সে মাত্র ৯৪ রানে শেষ হয়ে গেল বিপক্ষের প্রথম ইনিংস! ১০০ রানের গন্ডি পার হতেই সৌরাষ্ট্র ব্যর্থ। এর জন্য অবশ্যই বোলারদের কৃতিত্ব অস্বীকার করার কোনও উপায় নেই। কোচবিহার ট্রফিতে খেলা চলছে। বুধবার সৌরাষ্ট্রের বন
কল্যাণী, ২০ নভেম্বর (হি.স.) : সন্তোষ ট্রফি জাতীয় ফুটবলের তৃতীয় খেলায় প্রতিবেশী বিহারের সঙ্গে বুধবারের গ্রুপ লিগের খেলা অমীমাংসিত। বাংলা দলের পক্ষে যদিও এই খেলা গোলশূন্যভাবে শেষ হলেও কোনও সমস্যা নেই। বরং মূল পর্বে চলে যেতে এজন্য ৭ পয়েন্ট নিয়ে এগ
কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : বেলজিয়ামের মাটিতে সোনার পদক জয়। ভারতীয় কেটেলবেল তারকা শিবানী আগরওয়ালের এই নিয়ে দ্বিতীয়বার দেশের হয়ে এই পদক প্রাপ্তি। উল্লেখ্য, সুদূর বেলজিয়ামে আইকেএমএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমে দেশের হয়ে প্রতিনিধিত্বকারীর পদক জ
ইসলামাবাদ, ২০ নভেম্বর (হি. স.) : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু আত্মঘাতী হামলায় নিহত ১২ সেনা। জখম হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার এই হামলা হয়। বুধবার সেদেশের সেনার তরফে বিষয়টি জানানো হয়। জানা গিয়েছে, চেক পয়েন্টে বিস্ফোরকে ঠাসা একটি গাড়
কিয়েভ, ১৭ নভেম্বর (হি. স.) : ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা চালাল রাশিয়ার ২১০টি ক্ষেপণাস্ত্র, ড্রোন। আগস্টের পর ইউক্রেনে এটাই রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা। রবিবার রাজধানী কিয়েভ সহ একাধিক শহরের পাওয়ার গ্রিডে রাশিয়ার তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো
ওয়াশিংটন, ১৫ নভেম্বর (হি.স.) : নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জন্য আবার একজন নয়া ডেপুটি অ্যাটর্নি হিসাবে টড ব্লাঞ্চকে নির্বাচিত করেন । এখন থেকে নয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্লাঞ্চকে দেখা যা
ব্রাসিলিয়া, ১৪ নভেম্বর (হি.স.): বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার্স প্লাজা এলাকা। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার দুপুরে ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টের কাছে ওই অঞ্চলে হঠাৎই দু’টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক জনের মৃত্যুর কথা জানিয়েছ
ইসলামাবাদ, ১৩ নভেম্বর (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক শহর। ভূমিকম্পের আতঙ্কে লোকজন তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে যায়। পেশোয়ার থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও কোথাও কোনও ক্ষয়ক
মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : ধস অব্যাহত শেয়ার বাজারে । সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রায় ২৫০ পয়েন্ট নেমে গেল সেনসেক্স। নিফটিতে দেখা গিয়েছে প্রায় ৮০ পয়েন্টের পতন। এদিন ৭৭,৩৩৯.০১ পয়েন্টে গিয়ে থেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। সকালে যা খুলেছিল
শান্তিপুর, ১৪ নভেম্বর(হি.স.): বাংলার ঐতিহ্য ও ভক্তির অন্যতম পীঠস্থান নদীয়ার শান্তিপুর। এখানেই প্রায় ৫০০ বছর আগে সূচনা হয়েছিল রাধা-কৃষ্ণের ঐতিহাসিক রাসযাত্রার, যা আজ বাংলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এই সময় বড় গোস্বামী বাড়ি, যা এই উৎসবের কে
দুর্গাপুর, ১৩ নভেম্বর (হি.স.) : শারদ উৎসব মিটতেই অগ্নিমূল্য সবজি বাজার। আলু, পেঁয়াজ, রসুনের সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। আকাশ ছোঁয়া সবজির দামে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। নিম্নচাপে মাঠে লোকসানে জর্জরিত চাষি। দাম নিয়ন্ত্রনে নজরদারি
কলকাতা, ১১ নভেম্বর (হি.স.): কয়েক দিন আগেও পোলট্রি ডিমের দাম ছিল ১২ থেকে ১৩ টাকা। সোমবার একলাফে তা বেড়ে হল ১৬ টাকা। দাম কেন বাড়ল তা জানিয়েছেন ব্যবসায়ী সমিতির কর্তারা। শুধু তাই নয়, আগামী দিনে দাম আরও বাড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তাঁরা। পাইকারি বাজ
কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : আগামীকাল ২২ কার্ত্তিক ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ৮ নভেম্বর ২০২৪, ৫৩৮ চৈতনাব্দ, কলি: ৫১২৫, সৌর: ২৩ কার্ত্তিক, চান্দ্র: ৭ কেশব মাস, ১৯৪৬ শকাব্দ /২০৮১ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ২৩ কার্ত্তিক ১৪৩১, ভারতী
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha