কোচি, ২০ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ভারতীয় সিনেমায় নক্ষত্রের পতন। প্রয়াত জনপ্রিয় মালায়লাম অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক শ্রীনিবাসন। শনিবার সকালে ৬৯ বছর বয়সে কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি বার্ধক্য
গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : অসমে মিজোরামের সাংহাই-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় সাতটি হাতির মর্মান্তিক মৃত্যুর পাশপাশি একটি শাবক গুরুতরভাবে আহত। এ ঘটনায় পাঁচটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনও যাত্রী আহত হননি বলে জানি
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ, শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি আগ্রা ও অযোধ্যায়। একইসঙ্গে ঘন কুয়াশার দাপট বাড়ছে। তীব্র ঠান্ডায় কাঁপছে অযোধ্যা, তাপমাত্রা কমে গেছে অনেকটাই। তা সত্ত্বেও, শনিবার সকালে শ্রী রাম জন্মভূমি
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লি ও এনসিআর অঞ্চলে। শনিবারও দিল্লির বাতাসের গুণগতমান থাকল উদ্বেগজনক পর্যায়ে। বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমান (একিউআই) ছিল ৪০০-র ঊর্ধ্বে। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, অক্ষরধাম, নজফগড়,
কলকাতা, ২০ ডিসেম্বর (হয়.স.): কলকাতা বা দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অধরাই। শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কুয়াশার দাপটও থাকছে বেশির ভাগ জেলায়। কলকাতা-সহ অনেক জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত পাঁচ দিন রাজ
Enter your Email Address to subscribe to our newsletters
युगवार्ता
नवोत्थान
কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার জেরে নদিয়ার তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে দমদম বিমানবন্দরে ফিরে আসে কপ্টার। সেখানেই অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল ১০ নাগাদ কলকাতা বিম
গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : আজ শনিবার অপরাহ্ন প্ৰায় তিনটা নাগাদ দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরকালে আজ তিনি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪ লক্ষ বৰ্গমিটার ব্যাপী বিস্তৃত, চার হাজার ক
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি স)। ভারতের সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠাদিবসে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এসএসবি কর্মী এবং তাদের পরিবারবর্গকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আমাদের সীমান্ত রক্ষা কর
Never miss a thing & stay updated with all the latest news around the world!
468.9k
14.1k
ইটানগর, ২০ ডিসেম্বর (হি.স.) : কড়া নিরাপত্তার মধ্যে অরুণাচল প্রদেশে চলছে পঞ্চায়েত এবং পুর নির্বাচনের ভোট গণনা। আজ শনিবার রাজ্য নির্বাচন কমিশন (এসইসি)-এর সচিব তারু তালো জানান, সকাল ৮-টা থেকে ২৭টি জেলায় ৪৫টি গণনা কেন্দ্রে ভোট গণনার প্রক্রিয়া শুরু
কলকাতা, ২০ ডিসেম্বর (হি স)। হাওড়া বিভাগে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ররিবার (২১শে) থেকে ৩১.১২.২০২৫ পর্যন্ত ১০ দিনের জন্য ২১০ মিনিটের ট্র্যাফিক ব্লকের ফলে নিম্নলিখিত ট্রেনগুলির সূচী বদলাবে। ২১.১২.২০২৫ থেকে ২৪.১২.২০২৫ পর্
কলকাতা, ২০ ডিসেম্বর (হি স)। মল্লারপুর ও তারাপীঠ রোড এবং নলহাটি ও স্বাধীনপুর স্টেশনের মধ্যে সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওই অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হবে। পূর্ব রেলের তরফে ২১.১২.২০২৫ তারিখে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য ট্রেনের নিম্নলিখিত সূ
নদীয়া, ২০ ডিসেম্বর (হি.স.): নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে এসে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনজনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন বাদকুল্লা এলাকায়। মৃতদের নাম রমা প্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ
হোজাই, ২০ ডিসেম্বর (হি.স.): অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৮ হাতির। জখম হয়েছে আরও একটি। শনিবার ভোররাত ২টো ১৭ মিনিটে অসমের হোজাই জেলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীরা
কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): আজ: ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার, ইংরেজী: ২০ ডিসেম্বর ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ৫ পৌষ, চান্দ্র: ৩০ নারায়ন মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৯ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ৫ পৌষ ১৪৩২, ভারতীয় সিভিল: ২৯ অগ্রহায়ন
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদীয়ায় । চাকদহ পুরসভায় ভোটার তালিকা সংশোধনকে ঘিরে চাঞ্চল্যকর এমন ঘটনা প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ লাহি
অ্যাডিলেড, ২০ ডিসেম্বর(হি.স.): অ্যাশেজের অ্যাডিলেড টেস্টের শনিবার চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রথম উইকেটটি নিয়ে জনসনের ৩১৩ স্পর্শ করেন কামিন্স। এরপর দ্বিতীয় উইকেট নিয়ে তিনি তাকে ছাড়িয়ে যান। চোটের কারণে এবার সিরিজের প্রথম দুই টেস্টে কামিন্স খেলেননি। অ
ব্যাংকক, ২০ ডিসেম্বর(হি.স.): লটারি জালিয়াতির অভিযোগে আদালতে হাজির হতে ব্যর্থ হয়ে পলাতক থাকা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী একজন পলাতক বক্সারকে থাইল্যান্ডের পুলিশ খুঁজে বের করে গ্রেফতার করেছে। পুলিশ শুক্রবার জানিয়েছে যে তারা নন্থাবুরি প্রদেশের একটি
রিয়াদ, ২০ ডিসেম্বর(হি.স.): শুক্রবার ৯০ মিনিটে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ার পর পেনাল্টিতে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে ইতালীয় সুপার কাপের ফাইনালে নাপোলির মুখোমুখি হবে বোলোনিয়া। পেনাল্টি শুটআউটে বেশ কয়েকটি মিস করা প্রচেষ্টার পর সিরো ইমোবাইল বোলো
আহমেদাবাদ, ২০ ডিসেম্বর(হি.স.): শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে সুরিয়াকুমারের দল। আহমেদাবাদে ব্যাটিং সহায়ক উইকেটে শুক্রবার ২০ ওভারে ভারত করে ২৩১ রান। জবাবে এই রান সামনে রেখে প্রথমদিকে জয়ের দিকে এগোচ্ছিল দ
আহমেদাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়েছেন। ভারতের ইনিংসের ১৭তম ওভা
ঢাকা, ২০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনায় গ্রেফতার সাত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টুইট করেছেন, ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস (২৭)-কে পিটিয়ে হত্যার ঘটনায়, র্
ঢাকা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানের উপর বড়সড় জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রে এখবর জানা গিয়েছে। সূত্র অনুযায়ী, বছর শেষের আগেই নাকি বাংলাদেশে ভারতীয়
ঢাকা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : ভারত-বিদ্বেষের পালে হাওয়া দিতে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে রাতভর চলেছে ধ্বংসযজ্ঞ। পুড়িয়ে দেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি-বই। ভেঙে ফেলা হয়েছে অসংখ্য বাদ্যযন্ত্র। বৃহস্পতিবার রাতে ছায়ানটে হামলা চালায় বিক্ষোভ
ঢাকা, ১৯ ডিসেম্বর (হি. স.) : ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার রাতে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলা, স্কোয়ার মাস্টার বাড়ি দুবালিয়া পাড়া এ
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : “বাংলাদেশের এই ঘটনা আমাদের জন্য হুঁশিয়ারির সমান। এটাই হয় যখন মৌলবাদ এবং উগ্রপন্থাকে প্রশ্রয় এবং উৎসাহ দেওয়া হয়। ঠিক এই কারণেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন উদ্বেগজনক।” শুক্রবার এই মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির সহ-প
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.): আজ: ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ১৯ ডিসেম্বর ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ৪ পৌষ, চান্দ্র: ৩০ নারায়ন মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৯ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ৪ পৌষ ১৪৩২, ভারতীয় সিভিল: ২৮ অগ্রহায়
মুম্বই, ১৮ ডিসেম্বর ( হি. স.): প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।
অশোক সেনগুপ্ত কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ) : যুবভারতী-কান্ডে সামাজিক মাধ্যমে অভিনেত্রী শুভশ্রী ব্যাঙ্গের শিকার হওয়ায় তাঁর স্বামী, তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী থানায় ডায়েরি করেছেন। ভিডিয়ো বার্তায় প্রতিক্রিয়া দিয়েছেন। সে সব ডিজিটাল সংবাদ সামাজিক মাধ
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.) : মুক্তির আগেই নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল মার্ভেল স্টুডিয়োজের বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র প্রথম ট্রেলার। টম হল্যান্ড অভিনীত এই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মার্ভেল অনুরাগ
মুম্বই, ১৬ ডিসেম্বর ( হি. স.): অবশেষে মুক্তি পেল বলিউডের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি বর্ডার ২–এর টিজার । এর আগে সমাজ মাধ্যমে প্রকাশিত ছবির পরিচালক ও প্রযোজক মহলের তরফে থেকে বলা হয়েছিল , বিজয় দিবসের দিন মুক্তি পাবে ছবির টিজার । মঙ্গলবার সমাজ মাধ্যম
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha