শনি-রবি আংশিক সময় বন্ধ বিদ্যাসাগর সেতু
কলকাতা, ১০ অক্টোবর (হি.স.): রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুতে ফের বন্ধ হতে চলেছে যান চলাচল। তবে আংশিক সময়ের জন্য। শনিবার (১১ অক্টোবর) সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ত এই সেতু। এছাড়াও রবিবার (১২ অ
বন্ধ বিদ্যাসাগর সেতু


কলকাতা, ১০ অক্টোবর (হি.স.): রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুতে ফের বন্ধ হতে চলেছে যান চলাচল। তবে আংশিক সময়ের জন্য। শনিবার (১১ অক্টোবর) সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ত এই সেতু। এছাড়াও রবিবার (১২ অক্টোবর) দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত যানচলাচল বন্ধ থাকবে এই সেতুতে।

বিদ্যাসাগর সেতুতে সংস্কারের কাজ চলার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। ওই সময়সীমার মধ্যে গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande