যান্ত্রিক গোলযোগ, ভিয়েনা থেকে দিল্লিগামী বিমানের অবতরণ দুবাইয়ে
নয়াদিল্লি ও ভিয়েনা, ১০ অক্টোবর (হি.স.): মাঝ-আকাশে যান্ত্রিক গোলযোগ ধরা পড়তেই তড়িঘড়ি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমানকে। বৃহস্পতিবার ভিয়েনা থেকে এআই-১৫৪ বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝ-আকাশেই উড়ানটিতে যান্ত্রিক ত্রুটি হয় বলে
Air India Vienna–Delhi Flight Diverted to Dubai Over Technical Glitch


নয়াদিল্লি ও ভিয়েনা, ১০ অক্টোবর (হি.স.): মাঝ-আকাশে যান্ত্রিক গোলযোগ ধরা পড়তেই তড়িঘড়ি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমানকে। বৃহস্পতিবার ভিয়েনা থেকে এআই-১৫৪ বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝ-আকাশেই উড়ানটিতে যান্ত্রিক ত্রুটি হয় বলে সন্দেহ করা হয়। পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান।

জানা গিয়েছে, পাইলটের থেকে বার্তা পেয়ে বিমানটিকে দুবাইয়ের দিকে ঘুরিয়ে নিতে বলা হয়। তার পর সেখানে নিরাপদে অবতরণ করানো হয় বলে বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে। দুবাইয়ে বিমানটিকে ভালভাবে পরীক্ষা করা হয়। যাত্রীদের জানানো হয়, বিমান ছাড়তে দেরি হতে পারে। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে পরীক্ষা করার পর তার পর ওড়ার জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয়। শুক্রবার বিমানটিকে আবার দিল্লির উদ্দেশে রওনা করানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande