পূজার মরশুমে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক প্রচার অভিযান আগরতলায়
আগরতলা, ১০ অক্টোবর (হি.স.) : পূজার মরশুমে শব্দ দূষণ রোধে জনগণকে সচেতন করতে বিশেষ প্রচার অভিযানের আয়োজন করল আগরতলা উইমেন্স কলেজের এনএসএস ইউনিট। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শুক্রবার এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উৎসবের
সচেতনতা কর্মসূচি


আগরতলা, ১০ অক্টোবর (হি.স.) : পূজার মরশুমে শব্দ দূষণ রোধে জনগণকে সচেতন করতে বিশেষ প্রচার অভিযানের আয়োজন করল আগরতলা উইমেন্স কলেজের এনএসএস ইউনিট। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শুক্রবার এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উৎসবের আবহে আতসবাজি, পটকা ও ডিজের অতিরিক্ত শব্দে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে—এই বিষয়টি তুলে ধরেই এনএসএস-এর সদস্যারা রাজধানীর বিভিন্ন সড়কে প্রচার চালান। তারা দোকানপাট, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে শব্দ দূষণের কুফল সম্পর্কে অবহিত করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এনএসএস ইউনিটের এক সদস্যা জানান, “জনসাধারণ সচেতন হলেই শব্দ দূষণের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আমরা মানুষকে সতর্ক ও সচেতন করতে এই উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন প্রচার ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে আসছে। উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের এই অভিযান সেই প্রচেষ্টারই অংশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande