ইসলামাবাদ, ১১ অক্টোবর (হি. স.) : পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত হলেন ৭ পুলিশকর্মী। ঘটনায় ৬ জঙ্গির মৃত্যু হয়েছে ।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার রাত্তা কুলাচি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এরপর জঙ্গিরা কম্পাউন্ডে ঢুকে গুলি চালাতে শুরু করে। পাঁচ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। ঘটনায় ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। আরও কয়েকজন জঙ্গি কম্পাউন্ডের ভিতরে লুকিয়ে আছে বলে খবর। ঘটনায় এখনও পর্যন্ত সাত পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আরও ১৩ জন পুলিশকর্মী আহত হন। খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাকি জঙ্গিদের খোঁজ চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি