চাইবাসা, ১১ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের চাইবাসায় দু'টি আইইডি ফেটে বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে একজন ইন্সপেক্টর, এএসআই এবং হেড কনস্টেবল। শনিবার ঘটনাটি ঘয়েছে চাইবাসার জারাইকেলা থানার আওতাধীন সারান্দা বনাঞ্চলে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা