ইসলামাবাদের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক নিগ্রহে তদন্তের দাবি আইএফজে-র
ব্রাসেলস, ১১ অক্টোবর, (হি.স.): ইসলামাবাদের জাতীয় প্রেস ক্লাবে পুলিশ একাধিক সাংবাদিককে লাঞ্ছিত করে তাদের সরঞ্জাম নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) ও তার সহযোগী প
ইসলামাবাদের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক নিগ্রহ


ব্রাসেলস, ১১ অক্টোবর, (হি.স.): ইসলামাবাদের জাতীয় প্রেস ক্লাবে পুলিশ একাধিক সাংবাদিককে লাঞ্ছিত করে তাদের সরঞ্জাম নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার প্রতিবাদ করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) ও তার সহযোগী পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (পিএফইউজে)। শনিবার এই খবর জানা গিয়েছে।

যাতে সাংবাদিকরা অহিংস পরিবেশে, ভয়ভীতি ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরি তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

গত ২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের বাইরে ইসলামাবাদ পুলিশ জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থকরা বিক্ষোভ দেখায়। সেটি ছত্রভঙ্গ করার পরে এই হামলা হয়। পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে বিক্ষোভকারী এবং অনুষ্ঠানটি কভার করতে আসা সাংবাদিকদের লাঠি দিয়ে মারে বলে অভিযোগ। বিক্ষোভকারীরা প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নিলে পুলিশ প্রাঙ্গণে হামলা চালায়। দরজা ভেঙে সম্পত্তির ক্ষতি করে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande