চিনের সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ, বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
ওয়াশিংটন, ১১ অক্টোবর (হি.স.): চিনের সমস্ত পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সমাজ মাধ্যমে তিনি এ কথা ঘোষণা করেছেন। চলতি মাসের শেষেই দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সা
চিনের সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ, বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের


ওয়াশিংটন, ১১ অক্টোবর (হি.স.): চিনের সমস্ত পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সমাজ মাধ্যমে তিনি এ কথা ঘোষণা করেছেন। চলতি মাসের শেষেই দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল। সেই বৈঠকও বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, ‘‘চিন বাণিজ্যের ক্ষেত্রে একটা অস্বাভাবিক আগ্রাসী নীতি নিয়েছে। সারা বিশ্বে ওরা চিঠি পাঠিয়ে জানিয়েছে, ১ নভেম্বর থেকে বড় মাপের রফতানি নিয়ন্ত্রণ করা হবে। ওরা যা যা পণ্য তৈরি করে, প্রায় সবেতেই রফতানি নিয়ন্ত্রণের নীতি প্রযুক্ত হচ্ছে। এতে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। কোনও ব্যতিক্রম নেই। আন্তর্জাতিক বাণিজ্যে এই ধরনের কথা আগে কখনও শোনা যায়নি।’’

চিনের এই পদক্ষেপের পাল্টা হিসাবে আমেরিকা তাদের পণ্যের উপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করছে বলে জানিয়েছেন ট্রাম্প। নতুন শুল্ক কার্যকর হবে ১ নভেম্বর থেকে। ট্রাম্প এও জানিয়েছেন, তাঁর এই পদক্ষেপের পর চিন যদি পাল্টা আরও কোনও পদক্ষেপ করে, তবে শুল্ক ১ নভেম্বরের আগেও কার্যকর হয়ে যেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande