ওল্ড দীঘা (মোহনা), ১২ অক্টোবর (হি. স.): দীঘায় ছুটির রবিবারে মাছ বাজারে লক্ষী লাভ। মৎস্যজীবীদের জালে ৯০ টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়েছে। অনেকে সেই খবর শোনার পর অটো রিকশা ও টোটো বুক করে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা'তে ছুটতে থাকে। তখন সেখানে চলতে থাকে নিলাম। বেলা যত গড়িয়েছে তত চড়েছে দাম। হাঁকের পর ডাক শেষে মাছ বাবদ ৩২ লক্ষ টাকা দামে গিয়ে তা পৌঁছেছে।
ঘটনায় প্রকাশ, দীঘা মোহনায় দুপুরে মৎস্যজীবীদের জালে আটকে পড়ে বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ। ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। মুহূর্তের মধ্যে সেই খবর দ্রুততার সঙ্গেই ছড়িয়ে পড়ে মৎস্যজীবীদের মধ্যে। মাছ ভর্তি ট্রলার মালিক আশিক খান জানিয়েছেন, ওই বিপুল পরিমাণে মাছ উঠে আসে ট্রলারে। এরপর নীলাম পর্বের জন্য তা নিয়ে আসা হয়েছে। এদিকে, অজিত কুমার গড়াই মাছের আড়তের কাঁটায়, এ পর্যন্ত মোট ৯০ টি তেলিয়া ভোলা মাছ ওজনের জন্য তোলা হয়। আনুমানিক মূল্য প্রায় ৩২,০০,০০০/- টাকা। দীঘা নয় সটান ওই মাছ পৌঁছেছে কলকাতা।
অন্যদিকে, সেখানকার একটি কোম্পানি ওই মাছের স্বত্ব কিনে নেন। এদিকে, মাছ বোঝাই গাড়ি ছুটে চলে কলকাতা অভিমুখে। অজিত বাবু প্রতিক্রিয়ায় বলেন, লাকি ঘটনা। মাছের জাল ছিঁড়ে যায় নি এই অনেক সৌভাগ্য। সাধারণত একসঙ্গে জালে এই বিরাট পরিমাণ মাছ ওঠে না। উল্লেখ্য, মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরীর কাজে ব্যবহৃত হয়। এ জন্য বাজারে এই মাছের চাহিদা তুঙ্গে। শ্যামসুন্দর দাস মৎস্যজীবী সংগঠনের নেতা এই প্রসঙ্গে জানিয়েছেন, এত বিশাল পরিমাণ মাছ জালে ধরা পড়েছে তা কল্পনার অতীত। অবাক করে দেওয়ার মতো ওই ঘটনা। দীঘা ফিশারমেন্স আ্যন্ড ট্রেডার্স আ্যসোসিয়েশনের সামনে ব্যবসায়ী সুশান্ত পাত্র জানান, এদিন খবর ছড়িয়ে পড়ে এবং তা দেখতে ভিড় লেগে যায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত