“এটি একেবারেই ‘ভিকটিম ব্লেমিং’-এর উদাহরণ”, মমতাকে কটাক্ষ শমীকের
কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): “প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এখন তিনি নারীদেরই দোষারোপ করছেন। এটি একেবারেই ‘ভিকটিম ব্লেমিং’-এর উদাহরণ।” দুর্গাপুরে সংঘটিত নারকীয় গণধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে রবিবার এই প্রতিক্রিয়া
মমতাকে কটাক্ষ শমীকের


কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): “প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এখন তিনি নারীদেরই দোষারোপ করছেন। এটি একেবারেই ‘ভিকটিম ব্লেমিং’-এর উদাহরণ।” দুর্গাপুরে সংঘটিত নারকীয় গণধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে রবিবার এই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

দুর্গাপুরের ঘটনার জেরে সন্ধ্যার পর মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয় বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে এক্সবার্তায় শমীকবাবু লিখেছেন, “রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। তাঁর মন্তব্য শুধু অসংবেদনশীল নয়, চরম অপমানজনকও।

রাজ্যের মহিলারা যেখানে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় সরকারের দিকে তাকিয়ে আছেন, সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের ঘরবন্দি থাকতে পরামর্শ দিচ্ছেন যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

এই মন্তব্য প্রমাণ করে, তৃণমূল সরকারের নারীর নিরাপত্তা নিয়ে কোনও দায়বদ্ধতা নেই। এমন মানসিকতার মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যের শাসনভার থাকা লজ্জার।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande