শিলিগুড়ি, ১২ অক্টোবর (হি.স.): চার দিন বন্ধ থাকার পর অবশেষে রবিবার নকশালবাড়ির আশাপুর চা বাগান পুনরায় চালু করা হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিকরা।
উৎসবের মরশুমে শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে বাগানটি বন্ধ করে দেওয়া হয়েছিল। নকশালবাড়ির আশাপুর চা বাগানের কর্মকর্তারা একটি নোটিশ টাঙিয়ে রাতারাতি উধাও হয়ে যান, যার ফলে শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পুরো বিষয়টি নিয়ে শ্রম বিভাগে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাগান কর্মকর্তা, ইউনিয়ন এবং শ্রম বিভাগের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের পর, রবিবার বাগানটি পুনরায় চালু হয়।
বাগান কর্মকর্তারা আগামী সপ্তাহে দুটি কিস্তিতে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে, চা বাগান পুনরায় চালু হওয়ার সাথে সাথে শ্রমিকরা আনন্দ প্রকাশ করে আবার কাজ শুরু করে। বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল বোঝাবুঝির কারণে সমস্যাটি দেখা দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি