বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী
আলিপুরদুয়ার, ১২ অক্টোবর, (হি.স.): রবিবার বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছেই বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সরকারি শংসাপত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত কর
বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী


আলিপুরদুয়ার, ১২ অক্টোবর, (হি.স.): রবিবার বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছেই বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সরকারি শংসাপত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত করা হবে।

উত্তরবঙ্গ যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিপর্যয় মোকাবিলায় ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে। সে কথাই রাখলেন তিনি। জানা গিয়েছে, এঁদের মধ্যে ৩ জন জেলা বিপর্যয় মোকাবিলার দলের সদস্য। বাকি ৫ জন বিভিন্ন দফতরের কর্মী।

ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি থেকে রাস্তা, সেতু। সর্বহারা বহু মানুষ। এই অবস্থায় বিপন্ন উত্তরবঙ্গবাসীকে বাঁচাতে অনেকেই প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই ভালো কাজের স্বীকৃতি পেলেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande