জলপাইগুড়ি, ১২ অক্টোবর (হি.স.): রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে ধর্ষিত এক নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন পাঁচ বিজেপি বিধায়কের একটি প্রতিনিধিদল। তারা নির্যাতিতার পরিবারকে আইনি সহায়তা এবং সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিয়েছেন।
প্রতিনিধি দলটিতে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় এবং জেলার অন্যান্য দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজগঞ্জে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম ডালিম মোহাম্মদ। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার পর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিকদের বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে আমরা নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে এসেছি। রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ, রাজ্যজুড়ে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। রাজগঞ্জে এই হৃদয়বিদারক ঘটনার সাক্ষী পরিবারের সাথে আমরা দেখা করেছি। আমরা পরিবারকে মানসিক এবং আইনি সহায়তা সহ সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছি। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।
হিন্দুস্থান সমাচার / সোনালি