রবিবার সন্ধ্যায় ব্লু লাইনে দুর্ভোগ মেট্রো যাত্রীদের
কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): ফের মেট্রোয় বিভ্রাট। এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর তরফে ঘোষণা করা হয়, উত্তরকুমার স্টেশনে মেট্রো আটকে থাকার জন্য দমদমগামী ট্রেন পেতে দেরি হবে। স্বাভাবিক ভাবেই যাত্রী চাপ বাড়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সূত্রের খবর, আপ লাই
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো অচল


কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): ফের মেট্রোয় বিভ্রাট। এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর তরফে ঘোষণা করা হয়, উত্তরকুমার স্টেশনে মেট্রো আটকে থাকার জন্য দমদমগামী ট্রেন পেতে দেরি হবে। স্বাভাবিক ভাবেই যাত্রী চাপ বাড়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সূত্রের খবর, আপ লাইনে ময়দান থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল করে।

যাত্রীদের দাবি, দীর্ঘ সময় ধরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা অনিয়মিত থাকে। এক যাত্রী বলেন, ‘আমি সূর্য সেন (বাঁশদ্রোণী) স্টেশন থেকে রবীন্দ্র সদন যাচ্ছিলাম। উত্তম কুমারে ঢোকার মুখে ট্রেন দু’বার ঝাঁকুনি দেওয়ার পরে দাঁড়িয়ে গেল। রেল পুলিশকে ফোন করে জানা গেল, গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কামরার ভেতরে দমবন্ধ করার পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় আধ ঘণ্টা পরে একজন ইঞ্জিনিয়ার এসে দরজা খুলতে পারেনি।’ এর পরে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande