কাছাড়ে বরাক নদী থেকে উদ্ধার ৮ কোটি টাকার ইয়াবা ও সিগারেট
শিলচর (অসম), ১২ অক্টোবর (হি.স.) : মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান যুদ্ধে আট (৮) কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এবং পাচারকৃত সিগারেট উদ্ধার করে আবারও বড়সড় সাফল্য লাভ করেছে আসাম পুলিশ। আসাম রাইফেলস-এর এক দলকে সঙ্গে নিয়ে বরাক নদীতে পরিচালিত যৌথ অভিযান কাছাড়
বরাক নদী থেকে উদ্ধার ৮ কোটি টাকার ইয়াবা ও সিগারেট


শিলচর (অসম), ১২ অক্টোবর (হি.স.) : মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান যুদ্ধে আট (৮) কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এবং পাচারকৃত সিগারেট উদ্ধার করে আবারও বড়সড় সাফল্য লাভ করেছে আসাম পুলিশ। আসাম রাইফেলস-এর এক দলকে সঙ্গে নিয়ে বরাক নদীতে পরিচালিত যৌথ অভিযান কাছাড় পুলিশ একটি দেশি নৌকা থেকে ১০ হাজারটি ইয়াবা ট্যাবেলট এবং ১ লক্ষ ২৫ হাজার প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করেছে।

তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এই খবরের সঙ্গে রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী উভয়ের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। অসমে মাদক চোরাচালান এবং অবৈধ আন্তঃসীমান্ত বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ের নিরলস অভিযানের প্রতিফলন বলে অভিহিত করেছেন তিনি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) শিলচরের রংপুরে ২.১৬ কোটি টাকার ২১ হাজার ৬০০ শিশি নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে কাছাড় জেলা পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছিল দুজনকে। কফ সিরাপগুলি প্রতিবেশী রাজ্য থেকে অসমে পাচার করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande