দুর্গাপুজো মিটলেও হাওড়ায় জুলমবাজি মেটেনি
হাওড়া, ১২ অক্টোবর, (হি.স.): দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় শনিবার হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুজো কমিটির বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে রবিবারও এলাকায় উত্তেজনা ছিল। কারখানার ভিতরে আট
দুর্গাপুজো মিটলেও হাওড়ায় জুলমবাজি মেটেনি


হাওড়া, ১২ অক্টোবর, (হি.স.): দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় শনিবার হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুজো কমিটির বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে রবিবারও এলাকায় উত্তেজনা ছিল।

কারখানার ভিতরে আটকে পড়েন প্রায় ৫০ জন শ্রমিক। হুমকি এবং দুর্ব্যবহার করা হয় কারখানার ম্যানেজারের সঙ্গে। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয়।

ওই কারখানায় নকুলদানা, মিছরি ও আখের গুড় তৈরি হয়। পুরুষ, মহিলা মিলে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। কলকাতার বড়বাজারে সে সব জিনিস সরবরাহ করা হয়। কারখানার ম্যানেজার শঙ্কর সাউ জানান, দুর্গাপুজোর জন্য ওই পুজো কমিটি ২ হাজার ১ টাকা চাঁদা দাবি করেছিল। তাঁরা ২০০ টাকা দেন। তা নিতে অস্বীকার করেন পুজো কমিটির লোকজন।

এর পরেই শনিবার এক যুবকের নেতৃত্বে চার জন ওই কারখানায় চাঁদা নিতে আসেন। মোটা টাকার দাবি জানানো হয়। ম্যানেজার তাতে রাজি না হলে কদর্য ভাষায় আক্রমণ করেন।

অভিযোগ, এর পরেই কারখানার গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেন মিঠুন। কারখানার ভিতরে আটকে পড়েন ৬ জন মহিলা-সহ প্রায় ৫০ জন কর্মী। প্রথমে দাসনগর থানায় ও পরে লিলুয়া ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। সন্ধে ৬টার পরে বেরোতে পারেন তাঁরা।

যদিও অভিযুক্ত মিঠুনের দাবি, পুজো মিটে গেলেও ওই কারখানা থেকে চাঁদা না দেওয়ায় তা আনতে গিয়েছিলেন। বাকি অভিযোগ ভিত্তিহীন। এলাকার একাংশের দাবি, মিঠুন তৃণমূল কর্মী। জগদীশপুর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান ইলিয়াস মল্লিক জানান, কিছু নতুন ছেলে তৃণমূলের নামে এ সব করছে। দল এ সব কখনওই সমর্থন করে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande