উরাইয়া, ১২ অক্টোবর (হি. স.) : উত্তর প্রদেশের উরাইয়া জেলায় পথ দুর্ঘটনায় কৃষকের মৃত্যু। আছলদা থানার অন্তর্গত এলাকায় এক কৃষক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানান , খুমানপুরের গ্রামের বাসিন্দা কৃষক রমবীর সিংহ উর্ফ গুগাই (৩৫) শনিবার রাতে ধান বিক্রি করে ট্র্যাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন। জারপুরা পেট্রোল পাম্পের কাছে একটি সেতুর সঙ্গে ট্র্যাক্টর ধাক্কা খায়। ধাক্কার ফলে রমবীর ট্র্যাক্টর থেকে ছিটকে রাস্তার পাশে গর্তে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
রবিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে ট্র্যাক্টর ও মৃতদেহ দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য