বেঙ্গালুরু, ১২ অক্টোবর (হি.স.): বেঙ্গালুরুতে অগ্নিকাণ্ডের ঘটনায় জখম সকলেরই মৃত্যু হল। রবিবার দুপুরে মৃত্যু হয় নূরজামান শেখের (২১)। গত সোমবার রাতে বেঙ্গালুরুর বিদাদি থানার মাইসুরু এলাকায় একটি নির্মাণ সংস্থার শ্রমিকদের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হন মুর্শিদাবাদ জেলার সাত জন পরিযায়ী শ্রমিক। শুক্র ও শনিবার মৃত্যু হয় ছ'জনের। ওই ছ'জনের দেহ রবিবার সন্ধ্যায় হরিহরপাড়ার খিদিরপুর ও নগড়াজোল, পাঁচ পীরতলা গ্রামে পৌঁছানোর কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ