রাজগড়, ১২ অক্টোবর (হি. স) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। ব্যাবরা থানা এলাকার ৪৬ নম্বর জাতীয় সড়কের কাছে রবিবার বাস দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আগ্রা থেকে ইন্দোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনায় দুই মহিলা-সহ পাঁচজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এক পুলিশ আধিকারিক জানান, উত্তর প্রদেশের রেজিস্ট্রেশনের বাসটি অতিরিক্ত গতিতে চলার সময় রাজগড়ের কাঁচরিজোড় গ্রামের কাছে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। আহতদের মধ্যে রয়েছেন মোরেনার জিতেন্দ্র আগরওয়াল (৪৫), রজনী শিভহারে (৬৫), শিবানি গুপ্তা (৩১), রাহুল শর্মা (৩৫) ও হরিশচন্দ্র কুশওয়াহ (৩৫)। প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন। বাসযাত্রীদের দাবি, হঠাৎ ব্রেক ফেল করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য