হাসপাতালের গেট খোলা হলনা ওড়িশার প্রতিনিধিদের, অভিযোগ
পশ্চিম বর্ধমান, ১২ অক্টোবর, (হি.স.): রবিবার দুর্গাপুরে পৌঁছোন ওড়িশা সরকারের এক মহিলা সদস্য-সহ তিন প্রতিনিধি। সেই প্রতিনিধিদলে এক পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনের এক আধিকারিক ছিলেন। কিন্তু অভিযোগ, তাঁদের জন্য হাসপাতালের গেটই খোলা হয়নি। দীর্ঘ ক্ষ
হাসপাতালের গেট খোলা হলনা ওড়িশার প্রতিনিধিদের, অভিযোগ


পশ্চিম বর্ধমান, ১২ অক্টোবর, (হি.স.): রবিবার দুর্গাপুরে পৌঁছোন ওড়িশা সরকারের এক মহিলা সদস্য-সহ তিন প্রতিনিধি। সেই প্রতিনিধিদলে এক পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনের এক আধিকারিক ছিলেন। কিন্তু অভিযোগ, তাঁদের জন্য হাসপাতালের গেটই খোলা হয়নি।

দীর্ঘ ক্ষণ তাঁরা বা‌ইরে অপেক্ষা করেছেন। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শেষমেশ তাঁদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। এর পর তাঁরা হাসপাতাল থেকে চলে যান।

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রী ওড়িশার বাসিন্দা। তিনি যাতে দ্রুত বিচার পান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande