শিলিগুড়ি, ১২ অক্টোবর (হি.স.)। শিলিগুড়ি জেলার খড়িবাড়ির একটি চা বাগান থেকে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় শচীন্দ্র চন্দ্র চা বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, দুর্গাপূজার পর রবিবার সকালে শ্রমিকরা চা বাগানের পাঁচ নম্বর সেকশনে চা পাতা তুলতে গিয়েছিল। চা পাতা তোলার সময়, দুর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা একটি চিতাবাঘের মৃতদেহ পড়ে থাকতে দেখে। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়, খবর যায় বন বিভাগে। ঘোষপুকুর রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চিতাবাঘটিকে দেখতে প্রচুর ভিড় জমে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে চা বাগানে বেশ কয়েকটি চিতাবাঘ রয়েছে। শ্রমিকরা মাঝেমধ্যে চা বাগানের রাস্তায় চিতাবাঘ দেখতে পান। শ্রমিকরা বন বিভাগের কাছে চিতাবাঘ ধরার ব্যবস্থা করার দাবি করছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বনকর্মীরা চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। বন বিভাগ জানিয়েছে যে ময়নাতদন্তের পর চিতাবাঘের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি