পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর (হি.স.) : শনিবার সন্ধ্যায় মেদিনীপুর সদর থানার আওতাধীন জুয়ারহাটি এলাকায় নদীতে স্নান করতে গিয়ে এক ব্যক্তি তলিয়ে যান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার সন্ধ্যায় কিছু যুবক নদীতে স্নান করছিল। তখনই একজন ব্যক্তি পিছলে গভীর জলে পড়ে যান । তাঁর সঙ্গীরা ওই ব্যক্তিকে জল থেকে অনেক চেষ্টা করেও উদ্ধার করতে ব্যর্থ হন।
খবর পেয়ে মেদিনীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রাতভর তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে যে নিখোঁজ ব্যক্তিকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে নদীর স্রোত খুব তীব্র এবং অতীতে এই অঞ্চলে বেশ কয়েকটি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে আবারও এনডিআরএফ এবং সিভিল ডিফেন্স এর দল তল্লাশি অভিযান শুরু করে।
হিন্দুস্থান সমাচার / সোনালি