পূর্ব সিংভুমে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত ৫
পূর্ব সিংভুম, ১২ অক্টোবর (হি. স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভুমে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিরসানগর থানার অন্তর্গত হুরলুং এলাকায় শনিবার রাতেোও পথ দুর্ঘটনায় টাটা স্টিলে কর্মরত এক কর্মী প্রমোদ কুমার সিংহের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়
পূর্ব সিংভুমে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত ৫


পূর্ব সিংভুম, ১২ অক্টোবর (হি. স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভুমে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিরসানগর থানার অন্তর্গত হুরলুং এলাকায় শনিবার রাতেোও পথ দুর্ঘটনায় টাটা স্টিলে কর্মরত এক কর্মী প্রমোদ কুমার সিংহের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

গাড়িতে মোট ছয়জন ছিলেন, যারা সবাই টাটা স্টিলের কর্মী। দুর্ঘটনায় অন্য পাঁচজন গুরুতর আহত হন এবং তাদের টাটা মেন হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন উমা শঙ্কর নোনিয়া (৪৭), নন্দু যাদব (৫০), পারীক্ষিত বেনুধর (২৮), জয় বন্দ্যোপাধ্যায় (৫০) এবং বিনেশ টুডু (৩৩) রয়েছেন। মৃত প্রমোদ কুমার সিংহ বরাডিহের ভূষণ নগরের বাসিন্দা। দুর্ঘটনার খবরে পেয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande