সাব্রুম (ত্রিপুরা), ১২ অক্টোবর (হি.স.) : নেপালের জেল থেকে পালিয়ে আসা এক পাকিস্তানি মহিলাকে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম রেলস্টেশন থেকে আটক করেছে পুলিশ। ধৃত মহিলার নাম পারভীন।
সূত্রের খবর, শনিবার রাতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওই মহিলা সাব্রুম রেলস্টেশনে পৌঁছতেই সন্দেহের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পাকিস্তানের নাগরিক এবং কিছুদিন আগে নেপালের একটি জেল থেকে পালিয়ে এসেছেন।
ঘটনার খবর পেয়ে জিআরপি থানার পদস্থ কর্মকর্তারা রেলস্টেশনে পৌঁছে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। পুলিশের অনুমান, ওই মহিলা অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পারভীনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হবে। ঘটনার পর রেলস্টেশন এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ