ফরিদাবাদে চা বিক্রেতাকে পিষে দিল গাড়ি , ঘটনাস্থলেই মৃত্যু
ফরিদাবাদ, ১২ অক্টোবর (হি. স) : হরিয়ানার ফরিদাবাদের চা বিক্রেতাকে পিষে দিল গাড়ি। রবিবার এনআইটি-৩ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চা বিক্রেতা অজয় মাহতো নিহত হয়েছেন। মূলত বিহারের বাসিন্দা অজয় মাহতো দীর্ঘ বছর ধরে প্রাচী হাসপাতালের সামনে চা ব
ফরিদাবাদে চা বিক্রেতাকে পিষে দিল গাড়ি , ঘটনাস্থলেই মৃত্যু


ফরিদাবাদ, ১২ অক্টোবর (হি. স) : হরিয়ানার ফরিদাবাদের চা বিক্রেতাকে পিষে দিল গাড়ি। রবিবার এনআইটি-৩ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চা বিক্রেতা অজয় মাহতো নিহত হয়েছেন। মূলত বিহারের বাসিন্দা অজয় মাহতো দীর্ঘ বছর ধরে প্রাচী হাসপাতালের সামনে চা বিক্রি করে পরিবার চালাতেন।

এক পুলিশ আধিকারিক জানান, রবিবার সকালে তিনি চায়ের দোকানের খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই সামনে থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দোকানে ধাক্কা মারে এবং তারপর অজয় মাহতোকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande