মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
রাভের তহসিলের বোরঘাট এলাকায় রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক কৃষক। আহত আরও ১১ জন কৃষক। কৃষক ভর্তি একটি জিপ উল্টে গেলে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে জানা গেছে, , এদিন সকালে অঞ্জনসোন্ডা ও ফুলগাঁও গ্রামের কৃষকদের নিয়ে একটি জিপ পাল গ্রামের দিকে যাচ্ছিল। পথে বোরঘাট এলাকায় চালক জিপের নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়।
দুর্ঘটনায় অঞ্জনসোন্ডার বাসিন্দা বিজয় ধর্ম রাণে (৪১)-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন বিমল চৌধুরী (৫১), প্রশান্ত চৌধুরী (৪৯), রাজেন্দ্র চৌধুরী (৬২), পদ্মাকর পাটিল (৬২), দিগম্বর চৌধুরী (৬৯), গোপাল কোলি (৭১), প্রভাকর কোলি (৪৩), জগন্নাথ কোলি (৬৮), ইন্দুবাই পচপান্ডে (৭০), গণেশ চৌধুরী (৬৪) এবং উজ্জ্বলা পাটিল (৩৬)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য