কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছাত্রী এবং তাঁরই দেওয়া নাম - ''কণিকা'। বাংলার আধুনিক গান কে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন যিনি - বাঙালির জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ১০৩ তম জন্মদিন উপলক্ষে যথা
কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছাত্রী এবং তাঁরই দেওয়া নাম - 'কণিকা'। বাংলার আধুনিক গান কে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন যিনি - বাঙালির জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ১০৩ তম জন্মদিন উপলক্ষে যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হয়েছে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতির শিখরে অনায়াসেই পৌঁছেছেন তিনি। রেডিও আকাশবাণীতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেছেন কণিকা। বিদেশে ও তাঁর সেই মায়াবী কন্ঠে এবং সুরে মিশে রয়েছে বাঙালির অনুভূতির গভীরতা ও আত্মার সুর। শতাধিক বর্ষ পেরিয়ে স্মৃতির মণিকোঠায় আজও উজ্জ্বল ভাস্বর হয়ে রয়েছেন। বাঁকুড়া জেলার সোনামুখী'তে ১৯২৪ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে মোহরদি - নামেই যে অধিক পরিচিত তিনি। এদিন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিসেবে কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবসেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া মারফৎ রবিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রখ্যাত সঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande