ধর্মনগরের দুর্ঘটনায় অভিযুক্ত চালক গ্রেফতার, ১২ দিনের জেল হাজত
ধর্মনগর (ত্রিপুরা), ১২ অক্টোবর (হি.স.) : মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সৌভিক নাথকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে তোলা হলে ধর্মনগর সিজিএম আদালত তাঁকে ১২ দিনের বিচারাধীন জেল হাজতে পাঠানোর ন
ত্রিপুরা পুলিশ


ধর্মনগর (ত্রিপুরা), ১২ অক্টোবর (হি.স.) : মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সৌভিক নাথকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে তোলা হলে ধর্মনগর সিজিএম আদালত তাঁকে ১২ দিনের বিচারাধীন জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, মহা অষ্টমীর রাতে ধর্মনগরের জনবহুল এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দশ বছরের অভিরূপ দেবনাথ ও তাঁর বাবাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় অভিরূপ, গুরুতর আহত অবস্থায় তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরই শোক ও ক্ষোভে ফেটে পড়ে গোটা ধর্মনগর। উত্তাল জনতা অভিযুক্ত চালকের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হয়। শহরজুড়ে শোকের আবহে শিশুটির অকাল মৃত্যুর ন্যায়বিচার চেয়ে নানা সংগঠনও প্রশাসনের কাছে আবেদন জানায়।

পুলিশের দ্রুত পদক্ষেপ ও আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি ফিরেছে শোকস্তব্ধ শহরে। ধর্মনগরবাসী আশা করছে, তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande