আগরতলা, ১২ অক্টোবর (হি.স.) : আগরতলার ইন্দ্রনগরের বাংলার মাঠ এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদয়পুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উদয়পুর থানার পুলিশ সফল অভিযানে ওই কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে পরশুদিন গভীর রাতে। ওই সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি গাড়িতে করে আগরতলার ইন্দ্রনগর মিল্ক ডেয়রি এলাকার কাছে আসে। তারা প্রথমে কিশোরীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে হুমকি দিয়ে দরজা খুলতে বাধ্য করে। পরিবারের সদস্যরা আতঙ্কে দরজা খুলে দিলে দুষ্কৃতীরা ঘরে ঢুকে পড়ে এবং জোর করে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। পরে দুষ্কৃতীরা কিশোরীকে গাড়িতে তুলে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত এনসিসি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তৎপর হয়ে ওঠে। রাতভর তল্লাশি চালিয়ে উদয়পুরের মহারানী এলাকায় কিশোরীর সন্ধান মেলে। অভিযুক্ত কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
ঘটনাটি শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গভীর রাতে ঘরের ভিতর থেকে কিশোরীকে অপহরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে রাত্রিকালীন টহল জোরদার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ