সোনামুড়া (ত্রিপুরা), ১২ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার হয়েছে। শনিবার রাতে সোনামুড়া থানাধীন ইউ এন সি নগর সীমান্ত লাগুয়া এলাকা থেকে বিভিন্ন কোম্পানির প্রায় ১৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি বড় প্যাকেট উদ্ধার হয়, যার ভিতর থেকে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন পাওয়া যায়।
তবে উদ্ধারকৃত মোবাইলগুলির মালিকানা এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। কে বা কারা এবং কোন উদ্দেশ্যে এগুলি সীমান্ত এলাকায় এনেছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। পুলিশ ধারণা করছে, মোবাইল ফোনগুলি পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আনা হয়েছিল।
সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার জন্য তদন্ত চলছে। বিএসএফ এবং স্থানীয় থানার যৌথ উদ্যোগে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ