আগরতলা, ১২ অক্টোবর (হি.স.) : রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি অশীষ কুমার সাহা কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করেন, দেশে ব্যাপক দুর্নীতি চলছে এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতার অভাব স্পষ্ট।
অশীষ কুমার সাহা বলেন, ২০০৫ সালে ইউপিএ সরকারের সময় প্রণীত তথ্যের অধিকার আইন (আরটিআই অ্যাক্ট) নাগরিকদের ক্ষমতায়নের এক ঐতিহাসিক পদক্ষেপ ছিল। কিন্তু ২০১৪ সালের পর থেকে বিজেপি সরকার ধারাবাহিকভাবে এই আইনকে দুর্বল করার চেষ্টা করছে। সরকারের আনা সংশোধনীগুলির ফলে তথ্য কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এবং “ব্যক্তিগত তথ্য রক্ষার” অজুহাতে বহু ক্ষেত্রকে তথ্য প্রকাশের আওতার বাইরে রাখা হয়েছে।
তিনি উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৪ লক্ষ আরটিআই আবেদন ও আপিল অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। কেন্দ্রীয় তথ্য কমিশনে মাত্র দুইজন কমিশনার কর্মরত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
অশীষ কুমার সাহা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড, ইলেকটোরাল বন্ড এবং কোভিড ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কোনো তথ্য প্রকাশ করছে না, যা গণতান্ত্রিক স্বচ্ছতার পরিপন্থী।
তিনি আরও বলেন, হুইসল ব্লোয়ার্স প্রোটেকশন অ্যাক্ট কার্যকর করতে সরকারের গাফিলতি নজর কেড়েছে। এই প্রেক্ষিতে তিনি তথ্য কমিশনের স্বাধীনতা পুনরুদ্ধার, শূন্যপদ পূরণ এবং আরটিআই কর্মীদের সুরক্ষার দাবি জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ