আগরতলা, ১২ অক্টোবর (হি.স.) : পশ্চিম আগরতলা থানার পুলিশের এক সফল অভিযানে উদ্ধার হল চুরি হওয়া ব্রোঞ্জের মূর্তি। রবিবার পুলিশ জানিয়েছে, রামনগরের ১০ নম্বর রোডের বাসিন্দা শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে ওই মূর্তি চুরি করা হয়েছে।
পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ রানা চ্যাটার্জি জানান, কয়েকদিন আগে রামনগর এলাকার বাসিন্দা বাদল চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে বাদল চক্রবর্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের ভিত্তিতে পুলিশ মামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে দুই অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি যাওয় দুটি মোবাইল ফোনসহ ব্রোঞ্জের মূর্তি উদ্ধার করা হয়।
ধৃতদের মধ্যে দেবাশীষ সরকার ও অমৃত রায়, আরালিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ