বিশেষ প্যাকেজ ও তিন দফা দাবিতে কালাবুরাগিতে বনধ কৃষকদের
কালাবুরাগি, ১৩ অক্টোবর (হি.স.): বন্যা ও অতিরিক্ত বৃষ্টিতে কর্ণাটকের কালাবুরাগিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। এরই প্রেক্ষিতে জেলার জন্য বিশেষ প্যাকেজ ও অন্যান্য দাবিতে সোমবার কালাবুরাগিতে বনধের ডাক দিয়েছে কল্যাণ কর্ণাটক হোরাতা সমিতি। বনধের মিশ্র
বিশেষ প্যাকেজ ও তিন দফা দাবিতে কালাবুরাগিতে বনধ কৃষকদের


কালাবুরাগি, ১৩ অক্টোবর (হি.স.): বন্যা ও অতিরিক্ত বৃষ্টিতে কর্ণাটকের কালাবুরাগিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। এরই প্রেক্ষিতে জেলার জন্য বিশেষ প্যাকেজ ও অন্যান্য দাবিতে সোমবার কালাবুরাগিতে বনধের ডাক দিয়েছে কল্যাণ কর্ণাটক হোরাতা সমিতি। বনধের মিশ্র প্রভাব দেখা গিয়েছে।

কৃষক নেতা দয়ানন্দ পাটিল বলেন, সোমবার কালাবুরাগি বনধ। আমাদের তিনটি প্রধান দাবি - ঋণ মকুব, এনডিআরএফের আওতায় তহবিল এবং কৃষকদের প্রতি একর ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ। ​​তাই পুরো কালাবুরাগি বনধ। বৃষ্টিপাতের কারণে ক্ষতি হয়েছে। কৃষকরা চিন্তিত, কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দাবি পূরণ করতে প্রস্তুত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande