কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.): আড়াই দিনের বদলে দ্বিতীয় টেস্ট গেল পঞ্চম দিনে। ভারতের জয়ের জন্য দরকার মাত্র ৫৮ রান। হাতে রয়েছে নয় উইকেট। ১২১ রান তাড়া করতে নেমে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৬৩। এই ম্যাচ জিতলে ২ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে শুভমান গিলরা।
দিনের শেষে অপরাজিত আছেন কেএল রাহুল (২৫) ও সাই সুদর্শন (৩০)।
আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল।
স্কোরবোর্ড:
প্রথম ইনিংস
ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার (যশস্বী ১৭৫, শুভমান ১২৯*, ওয়ারিকান ৯৮/৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ (আথানাজে ৪১, হোপ ৩৬, কুলদীপ ৮২/৫, জাদেজা ৪৬/৩)
দ্বিতীয় ইনিংস:
ওয়েস্ট ইন্ডিজ: ৩৯০ ফলো-অন (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, কুলদীপ ১০৪/৩, বুমরাহ ৪৪/৩)
ভারত: ৬৩/১ (সুদর্শন ৩০*, ওয়ারিকান ১৫/১)।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি