রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা দলের অনুশীলনে হাজির সৌরভ গাঙ্গুলি
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.): আসন্ন ক্রিকেট সিরিজে বাংলার অনুশীলন চলছে জোরকদমেই। ইডেন গার্ডেন্সে সোমবার রনজি ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখতে সশরীরে হাজির সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি। আগামী বুধবার থেকে উত্তরাখন্ডের বিরুদ্ধে প্রথম খেলায় ইডেনে পরস্পর মু
বাংলা দলের অনুশীলনে হাজির সৌরভ গাঙ্গুলি


কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.): আসন্ন ক্রিকেট সিরিজে বাংলার অনুশীলন চলছে জোরকদমেই। ইডেন গার্ডেন্সে সোমবার রনজি ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখতে সশরীরে হাজির সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি। আগামী বুধবার থেকে উত্তরাখন্ডের বিরুদ্ধে প্রথম খেলায় ইডেনে পরস্পর মুখোমুখি হবে ওই দুই দল। সিনিয়র বাংলা ক্রিকেট দলের সাথে যুক্ত খেলোয়াড়দের সবে মাত্র অনুশীলন পর্ব সমাপ্তির পথে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, সহ-অধিনায়িকা অভিষেক পোড়েল ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এদিন আলাপচারিতায় যোগদান করেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গেই সৌরভ সাংবাদিকদের কাছে জানান - ট্রেনিং ও নেট অনুশীলন পর্ব যথারীতি চলে। এদিন তিনি কোচিং স্টাফদের সঙ্গেও আলাদাভাবে চর্চা করেন। ড্রেসিং রুমে পৌঁছে ভোকাল টনিকে তাদের উদ্বুদ্ধ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেইসঙ্গে রঞ্জি ট্রফি প্রতিযোগিতার আগেই শুভেচ্ছা বিনিময় করেছেন। দলের প্রধান কোচ - লক্ষীরতন শুক্লা, বোলিং কোচ - শিবশঙ্কর পাল, ব্যাটিং কোচ - অরূপ ভট্টাচার্য ও ফিল্ডিং কোচ চরণজিং সিং মাথারু উপস্থিত ছিলেন। এছাড়াও সিএবি-র কর্তা ব্যাক্তিরাও হাজির ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande