রাজমাতা জিজাবাই ট্রফিতে ২-১ ব্যবধানে জিতে বাংলা দল ফাইনালে পৌঁছেছে
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : ১৪ বছর পর ফের সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা - রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে এদিন পৌঁছেছে বাংলা দল। উল্লেখ্য, দোলা মুখার্জীর প্রশিক্ষণের অধীনে বাংলার মেয়েরা সোমবার সকালে ছত্তিশগড়ের নারায়নপুর রামকৃষ্ণ মিশনে
বাংলা মহিলা ফুটবল দল পৌঁছে গেল ফাইনালে


কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : ১৪ বছর পর ফের সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা - রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে এদিন পৌঁছেছে বাংলা দল। উল্লেখ্য, দোলা মুখার্জীর প্রশিক্ষণের অধীনে বাংলার মেয়েরা সোমবার সকালে ছত্তিশগড়ের নারায়নপুর রামকৃষ্ণ মিশনের মাঠে সেমিফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ২ - ১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে। বাংলার পক্ষে প্রথম গোল করে ১১মিনিটে দলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল। প্রথমার্ধের শেষ লগ্নেই সংযোজিত সময়ে বাংলার পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়েছে রিম্পা হালদার। যদিও এদিন বাংলার অধিনায়িকা সঙ্গীতা বাঁসফোর'কে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে লাল কার্ড দেখানো হয়। এরপর তাঁকে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়েছে। সুতরাং বাদ বাকি সময় অর্থাৎ ২৭ মিনিট ধরে খেলায় ১০ জনে খেলেও বাংলা মহিলা দল জয়ের ধারা অব্যাহত রাখতে সমর্থ হয়েছে।

উল্লেখ্য, আগামী বুধবার বাংলা মহিলা ফুটবল দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে। প্রসঙ্গতঃ দ্বিতীয় সেমিফাইনালে মণিপুর - তামিলনাড়ুর মধ্যেই বিজয়ী দলের সঙ্গেই হবে বাংলার মূল লড়াই।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande