টি টোয়েন্টি মহিলা ক্রিকেট, সৌরাষ্ট্রের বিরুদ্ধেই ৯ উইকেটে বাংলার জয়
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : সিনিয়র মহিলা টি - টোয়েন্টি ট্রফির দ্বিতীয় খেলায় জিতল বাংলা দল। তনুশ্রী সরকারের নেতৃত্বে এদিন দ্বিতীয় জয় পেল। সৌরাষ্ট্রের বিরুদ্ধেই ৯ উইকেটে জিতেছে বাংলা দল। সোমবারের খেলায় বল ও ব্যাট হাতে সফল তনুশ্রী। একদিকে ব্যা
বাংলা দলের নেতৃত্বে আমরা জয়ের স্থপতি তনুশ্রী সরকার


কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : সিনিয়র মহিলা টি - টোয়েন্টি ট্রফির দ্বিতীয় খেলায় জিতল বাংলা দল। তনুশ্রী সরকারের নেতৃত্বে এদিন দ্বিতীয় জয় পেল। সৌরাষ্ট্রের বিরুদ্ধেই ৯ উইকেটে জিতেছে বাংলা দল। সোমবারের খেলায় বল ও ব্যাট হাতে সফল তনুশ্রী। একদিকে ব্যাটিংয়ে ৫০ রানে সে অপরাজিত। অন্যদিকে, বল হাতে ১৩ রানে ২ উইকেট সে তুলে নিয়েছে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের খেলায় প্রথম ব্যাটিংয়ে সৌরাষ্ট্রের সংগ্রহ ৯ উইকেটে ৮২ রান। জেতার জন্যে ৮৩ রানের টার্গেট এই লক্ষ্যমাত্রা ধরে নিয়েই খেলতে নামে বাংলা। এর জবাবে বাংলা দল ১১.৩ ওভারে এক উইকেট হারিয়ে ৮৫ রান তোলে। বাংলার বোলারদের দাপটে সম্মিলিতভাবে দলগত স্কোর শতরানের আগেই শেষ হয়েছে। তিতাস সাধু - ১/৭, সুস্মিতা গাঙ্গুলি - ২/১৮ এবং সাইকা ঈশাক - ১/১৮ উইকেট তুলে নেয়। উল্লেখযোগ্য - তনুশ্রীর সঙ্গে বাংলার ষষ্ঠী মন্ডল ২৯ টি বল খেলে ৩২ রান তোলে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande