অনূর্ধ্ব - ১৯, ক্রিকেটে হরিয়ানাকে হারিয়ে বাংলার জয়
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : অনূর্ধ্ব - ১৯, ভিনু মানকঁড় ট্রফি ক্রিকেটে বাংলার ৩ উইকেটে জয়। এদিনের খেলায় (ভিজেডি) পদ্ধতিতে জেতার সুবাদে হ্যাটট্রিকের খেতাব জিতল বাংলা দল। তারা হরিয়ানাকে হারিয়ে দিল। পরপর তিনটি খেলাতে বাংলার ক্রিকেটাররা জয় তুলে নি
অনূর্ধ্ব - ১৯ ক্রিকেটে হরিয়ানার বিরুদ্ধেই বাংলার জয়


কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : অনূর্ধ্ব - ১৯, ভিনু মানকঁড় ট্রফি ক্রিকেটে বাংলার ৩ উইকেটে জয়। এদিনের খেলায় (ভিজেডি) পদ্ধতিতে জেতার সুবাদে হ্যাটট্রিকের খেতাব জিতল বাংলা দল। তারা হরিয়ানাকে হারিয়ে দিল। পরপর তিনটি খেলাতে বাংলার ক্রিকেটাররা জয় তুলে নিয়ে নজির গড়ল। সোমবার পুদুচেরিতে ওই খেলায় সি এ পি গ্রাউন্ড - ৪ নম্বরে নির্ধারিত ৫০ ওভারের খেলা'তে ৮ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে। বোলার রোহিত কুমার দাস (৪-৩৮) অনবদ্য বোলিং করেছে। এছাড়াও কুশল গুপ্তা (১-৩০) এবং সায়ন পাল (১-৩৭) ও অগত্যা শুক্লা (১-৭৬) বল করে। বাংলা দল এর জবাবে রান তাড়া করতে নেমেই ২৫ ওভারে ১৭০ রান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামে। অতি সহজেই বাংলার ক্রিকেটাররা ২৪.৪ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তোলে। চন্দ্রহাস দাশ ৫৪ বলে ৫১ রান তোলে। এছাড়াও অঙ্কিত চ্যাটার্জি ২২ বলে ৪৫ রান করে এবং অভিপ্রায় বিশ্বাস ২৫ বলে ২৬ রান করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande