অনূর্ধ্ব - ২৩, পুরুষ ক্রিকেট দল আসামের পথে উড়ে গেল, প্রথম খেলা গুয়াহাটি'তে
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফি ক্রিকেটে খেলার জন্যে সোমবার অনূর্ধ্ব - ২৩, পুরুষ দল আসামের পথে উড়ে গেল। গুয়াহাটিতে প্রথম খেলা বাংলা দলের। আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার। নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ
আসামের পথেই উড়ে গেল বাংলা পুরুষ ক্রিকেট দল


কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফি ক্রিকেটে খেলার জন্যে সোমবার অনূর্ধ্ব - ২৩, পুরুষ দল আসামের পথে উড়ে গেল। গুয়াহাটিতে প্রথম খেলা বাংলা দলের। আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার। নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন যাত্রা শুরু হল। উল্লেখ্য, বাংলা দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত অধিনায়ক শশাঙ্ক সিং। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলার নাম উজ্জ্বল করে তুলতে সচেষ্ট খেলোয়াড়রা। সফরের আগেই চলেছে নিয়মিত অনুশীলন। সেইসঙ্গে, ফিটনেস ও শরীরচর্চা। উদ্বোধনী খেলায় বাংলা ও আসাম পরস্পরের মুখোমুখি হবে। উত্তর গুয়াহাটি'তে - অবস্থিত অসম ক্রিকেট আ্যসোসিয়েশন এর ফুলুংয়ে রয়েছে ক্রিকেট আকাদেমি গ্রাউন্ড।সেখানেই হবে ওই খেলাটি। ক্রিকেট এ্যসোসিয়েশন অফ বেঙ্গলের তরফেও এদিন সরকারিভাবে ওই খবর জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande