ওয়াশিংটন, ১৩ অক্টোবর (হি.স.): যুদ্ধ শেষ, আমার মনে হয় যুদ্ধবিরতি বহাল থাকবে, গাজায় শান্তি প্রসঙ্গে বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেছেন, এটি হবে অষ্টম যুদ্ধ, যা আমি সমাধান করেছি। এয়ার ফোর্স ওয়ানের এক প্রেস গ্যাগল চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সবাইকে খুশি করব, সবাই খুশি, সে ইহুদি হোক অথবা মুসলিম হোক কিংবা আরব দেশ। আমরা ইজরায়েলের পরে মিশরে যাচ্ছি এবং আমরা খুব শক্তিশালী এবং বড় দেশ, খুব ধনী দেশ এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং তাঁরা সবাই এই চুক্তিতে জড়িত।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, আমি কেবল শুল্কের ভিত্তিতে কয়েকটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। উদাহরণস্বরূপ, ভারত ও পাকিস্তানের মধ্যে, আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে চাও এবং তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আমি তোমাদের উভয়ের ওপরই বড় শুল্ক আরোপ করতে যাচ্ছি, যেমন ১০০ শতাংশ, ১৫০ শতাংশ এবং ২০০ শতাংশ। আমি বলেছিলাম যে আমি শুল্ক আরোপ করছি। আমি ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তি করেছিলাম। যদি শুল্কর বিষয় না থাকত, তাহলে কখনোই সেই যুদ্ধের নিষ্পত্তি করা যেত না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা