প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার, বয়স হয়েছিল ৮০ বছর
কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার। অবিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন তিনি। ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীতেও। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও বিশেষ পরিচিতি ছিল তাঁর। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার


কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার। অবিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন তিনি। ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীতেও। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও বিশেষ পরিচিতি ছিল তাঁর। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাস ভবনে রাত ১১.১৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপক সরকার। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই জানা গিয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমি তৈরির ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ছিল। শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন ও বিদ্যাসাগর ইনস্টিটিউট-ও গড়ে উঠেছিল তাঁরই প্রচেষ্টায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande