কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : বিশিষ্ট গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালিত হচ্ছে। একাধারে বাংলা সঙ্গীতে ঠুংরি ধারার প্রবর্তক হিসেবেও সমধিক পরিচিত ছিলেন তিনি। অন্যদিকে, বাংলায় প্রথম গজল রচনা করেন। তাঁর গানের মূল বিষয় উপজীব্য বিষয় ছিল - দেশপ্রেম, ভক্তি ও প্রেম।
আজকের দিনে ও তাঁর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান - মোদের গরব, মোদের আশা, আ - মরি বাংলা ভাষা - র মতো অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তী গীতিকার, সুরকার ও গায়ক তথা কবি অতুল প্রসাদ সেনের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলা সঙ্গীতের এই প্রবাদ পুরুষকে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত