চার্মার : মুক্তি পেলো দিলজিৎ দোসাঞ্জের নতুন গান
মুম্বই , ২০ অক্টোবর (হি.স.) : সোমবার অভিনেত্রী সানিয়া মালহোত্রা এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের নতুন গান চার্মার মুক্তি পেয়েছে। এটি দোসাঞ্জের সর্বশেষ অ্যালবাম আউরা এর অংশ। সানিয়ার নাচের মুভ এবং স্টাইলিশ লুক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। চার্মার
চার্মার : মুক্তি পেলো দিলজিৎ দোসাঞ্জের নতুন গান


মুম্বই , ২০ অক্টোবর (হি.স.) : সোমবার অভিনেত্রী সানিয়া মালহোত্রা এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের নতুন গান চার্মার মুক্তি পেয়েছে। এটি দোসাঞ্জের সর্বশেষ অ্যালবাম আউরা এর অংশ। সানিয়ার নাচের মুভ এবং স্টাইলিশ লুক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

চার্মার গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন রাজ রঞ্জোদ, এবং গেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। ভিডিওটি প্রযোজনা করেছেন এভি শ্রা। দিলজিৎ দোসাঞ্জ তার নতুন অ্যালবাম আউরা নিয়ে খবরে রয়েছেন। এর আগে, মানুশি চিল্লার ১৫ অক্টোবর মুক্তিপ্রাপ্ত হিরে কুফর করি গান সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছিল । এবার, ২০শে অক্টোবর মুক্তিপ্রাপ্ত চার্মার। গানটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande