ধুম ৪ থেকে অয়ন মুখার্জির সরে আশায় হতাশ ভক্তরা
মুম্বই , ২০ অক্টোবর (হি.স.) : ওয়ার ২-এর ব্যর্থতার পর, পরিচালক অয়ন মুখার্জি তার পরবর্তী বড় ছবি ধুম ৪ পরিচালনা থেকে সরে দাঁড়ালেন। বি টাউনের খবর, তিনি ভবিষ্যতে রোমান্স সিনেমায় আরও বেশি মনোযোগ দিতে চান। জানা গেছে , অয়ন মুখার্জি কেবল শ্রীধর রাঘবন
ধুম ৪ থেকে অয়ন মুখার্জির সরে আশায় হতাশ ভক্তরা


মুম্বই , ২০ অক্টোবর (হি.স.) : ওয়ার ২-এর ব্যর্থতার পর, পরিচালক অয়ন মুখার্জি তার পরবর্তী বড় ছবি ধুম ৪ পরিচালনা থেকে সরে দাঁড়ালেন। বি টাউনের খবর, তিনি ভবিষ্যতে রোমান্স সিনেমায় আরও বেশি মনোযোগ দিতে চান।

জানা গেছে , অয়ন মুখার্জি কেবল শ্রীধর রাঘবনের লেখা স্ক্রিপ্টের উপর কাজ করছিলেন, কিন্তু গল্প এবং চিত্রনাট্যে তার খুব বেশি প্রভাব পড়েনি । প্রতিবেদনে বলা হয়েছে, অয়ন এমন একজন চলচ্চিত্র নির্মাতা নন যিনি কেবল লিখিত স্ক্রিপ্টকে পর্দায় রূপান্তরিত করেন। তিনি একজন উৎসাহী পরিচালক যিনি লিখিত গল্পের বাইরে গিয়ে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে এটিকে জীবন্ত করে তুলতে পছন্দ করেন। এই কারণেই তিনি ধুম ৪ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অয়ন এখন তার স্বপ্নের প্রকল্প ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতিতে পুরোপুরি নিযুক্ত। ছবিটির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে এবং ২০২৬ সালে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande