প্রয়াত প্রবীণ কৌতুকাভিনেতা আসরানি, শোকস্তব্ধ বলিউড
মুম্বই, ২০ অক্টোবর (হি. স.) : দীপাবলির উৎসবের আবহেই প্রয়াত প্রবীণ কৌতুকাভিনেতা আসরানি। সোমবার ৮৪ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ বলিউড সহ তামাম দেশ। গোবর্ধন আসরানিকে আসরানি নামেই চিনত দেশ। বেশ কিছুদিন ধরেই হাস
প্রয়াত প্রবীণ কৌতুকাভিনেতা আসরানি


মুম্বই, ২০ অক্টোবর (হি. স.) : দীপাবলির উৎসবের আবহেই প্রয়াত প্রবীণ কৌতুকাভিনেতা আসরানি। সোমবার ৮৪ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ বলিউড সহ তামাম দেশ।

গোবর্ধন আসরানিকে আসরানি নামেই চিনত দেশ। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রয়াত অভিনেতার ভাইপো অশোক আসরানি এদিন সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। সত্তরের দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তাঁর অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন তিনি।

১৯৪০ সালের ১ জানুয়ারি আসরানির জন্ম হয় রাজস্থানের জয়পুরে এক মধ্যবিত্ত সিন্ধি পরিবারের। বাবার ছিল কার্পেটের দোকান। কিন্তু পারিবারিক ব্যবসায় কোনও আগ্রহ ছিল না আসরানির। সেন্ট জেভিয়ার্স স্কুলে প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি রাজস্থান কলেজ থেকে স্নাতক হন। পড়াশোনা চালানোর জন্য আসরানি অল ইন্ডিয়া রেডিওতে কন্ঠশিল্পী হিসেবে কাজ করেন।

১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত, আসরানি সাহিত্য কালভাই ঠক্করের কাছ থেকে অভিনয় শেখেন এবং পরে ১৯৬৪ সালে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে যোগদান করেন। ১৯৬৭ সালে ‘হরে কাঞ্চ কি চুড়িয়া’ ছবিতে অভিনেতা বিশ্বজিতের বন্ধুর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেন। এই সময়ে তিনি বেশ কয়েকটি গুজরাটি ছবিতে প্রধান অভিনেতা হিসেবেও অভিনয় করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande