উত্তর ২৪ পরগনা, ২২ অক্টোবর, (হি.স.): মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একজনকে গ্রেফতার করল।
জেরে বুধবার নির্যাততার পরিবারকে নিয়ে দত্তপুর থানায় যান স্থানীয় সিপিআইএমের প্রতিনিধি দল। কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
গত রবিবার ভারসাম্যহীন ওই নাবালিকা বাড়ি থেকে বের হন। পরিবারের দাবি, এরপর থেকেই আর খোঁজ মিলছিল না মেয়ের। বিভিন্ন জায়গায় খোঁজ করেও ব্যর্থ হন তাঁরা। এরমধ্যেই কদম্বগাছির গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা বন্ধ ইট ভাটার মধ্যে থেকে ওই নাবালিকাকে একেবারে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। জানা যায়, একেবারে রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকা ইট ভাটার মধ্যে পড়ে ছিল।
এরপরেই পরিবারের তরফে স্থানীয় দত্তপুকুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। অভিযোগ, পুলিশ নাকি প্রথমে অভিযোগ নিতে চায়নি। যদিও পরে অভিযোগ নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। দত্তপুকুর থানার অন্তর্গত কোটরা খরকি এলাকায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, শুরু হয় জোর রাজনৈতিক তরজাও।
এদিকে, মূল ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। ছোট জাগুলিয়ার বড় এলাকা থেকে সাইফুল আলম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত